যদি কোনোদিন
জানো দেবী
এ ব্যাক্তিত্ব আমার
কিছু মাত্র আশ্চর্য না,
অবাক হইয়ো না,
কেউ সাড়া ফেলতে আসে না এখানে
নিজের লক্ষ্যমাত্র
দায়িত্বে আত্মসমর্পিত হয়,
লোকে কয়, লোকে কয়
ভালো লাগা মাটিতে পুঁতে দিচ্ছ
এত ভয় ?
তবে দেখো
দেখো এ বুকে শিথিল নয়
কাশফুলের ন্যায় লোম
যেখানে বুনে রেখেছি
হাজারো লোমহর্ষক বিদায়
এ পুরুষের কান্না
আরও কত কি, সবই উঠে যায়
গল্পে থাকা, স্মৃতি তে আঁকা
সেসব অদ্ভুত বিষন্নতা।
হঠাৎই আসে আবার তাদের
পুনর্জন্ম হয় এ বুকের
অনুর্বর চামড়ায়
আকড়ে বাঁচতে চায়
বড় হতে চায়, স্মৃতি বুনতে চায়
শেষে কোথায় ব্যথা মুছতে
ঝড়ে পড়ে যায়।