হেমন্তের যেন দিন শেষ
প্রকৃতি যেন তাকে অবসর দিয়েছে বেশ
কোথায় দেব কাঞ্চন, রাজ অশোক, কামিনী,
হিমঝুরি ?
কাউকে যেন আর দেখা যায় না,
দেখা যায় না হেমন্তের আসরে তাদের সন্ধি
আজ তারা হারিয়েছে
শুধু তাদের নাম গুলোই আজ বর্ণ-অক্ষরে বন্দী
হেমন্ত আসতো
মল্লিকা, ছাতিম, বকফুলে
আমনে, আউশে
ক্ষীর কিংবা পায়েশে
পাড়ার নবান্নে,
বাংলার গান আবহমানে

হেমন্ত আজ নেই এ তল্লাটে,
হারিয়েছে
হয়তো জরাজীর্ণ হয়ে আছে
কবিদের পাণ্ডুলিপির মলাটে।