বিদিশার দিন গুলো
শুকনো দুপুরে
বালিশের সুখ তার
ঘুমের নূপুরে

কি আদরে
রোগ পুষে
লিখে যেই দিক
নিরেট অক্ষর বোবা
স্নান ঘরে শীত।

ফাল্গুনী, সমরেশে
নিজেকেই আঁকা
হুমায়ন টেবিলে
গল্পটা ফাঁকা

যন্ত্রসাধনা তার
চেয়ারের পায়ে
কুয়াশার জল মাখে
শহরের গায়ে।

সাবলীল মুখ তার
বন্দী অতীতে
নিদ্রার রাত যেন
পোহায় ইতিতে