সুজাতা,তুমি কি মনে রাখবে আমায় ?
আজ থেকে দশ বছর পর
যদি এই বেকারের দেশে বেকার থাকি
যদি দশ কিলোমিটার সাইকেল করে টিউশন
পড়াতে যেতে হয়
সেই টাকায় সংসার চালাতে হয়
সুজাতা,তুমি কি মনে রাখবে আমায় ?
আজ থেকে দশ বছর পর
যদি তোমার গলায় অট্টালিকার মালা না পরাতে পারি
যদি তোমার পা মাটিতে নেমে যায়
হাঁটার জন্য রাজপথ না বানাতে পারি
সুজাতা,তুমি কি মনে রাখবে আমায় ?
আজ থেকে দশ বছর পর
যদি টাকার অভাবে রাস্তায় ছেঁড়া-ফাটা
পোশাক পরে বেরোতে হয়
দুপুর বারোটার রোদে
ঝলসানো সবজি আর আধপচা মাছ
বাজার করে আনতে হয়
মোটা চালের ভাত খেতে হয়
সুজাতা,তুমি কি মনে রাখবে আমায় ?
আজ থেকে দশ বছর পর
যদি তোমার মুখের হাসি কেনার ক্ষমতা না থাকে
যদি আমার ঘরে ইলেকট্রিক না থাকে
গ্রীষ্মে হাত পাখা চালাতে হয়
সুজাতা,তুমি কি মনে রাখবে আমায় ?
আজ থেকে দশ বছর পর
যদি আমার চুন খসা ঘরের দেওয়ালের ইঁট
একটি একটি করে খসে পড়ে
যদি তোমার বান্ধবীর মতো দামী দামী শাড়ি,
অলংকার কিনে দিতে না পারি
সুজাতা,তুমি কি মনে রাখবে আমায় ?
আজ থেকে দশ বছর পর
যদি পুজোতে প্যারিস সুইজারল্যান্ডে নিয়ে
যেতে না পারি
যদি নিশীথ সূর্যের দেশে নিশীথে সূর্য
দেখাতে না পারি
সুজাতা, তুমি কি মনে রাখবে আমায় ?
আজ থেকে দশ বছর পর
যদি এই বেকারের দেশে বেকার থাকি।
*********