আজ বসন্তের বাতাসে কান্নার রোল;
কোকিলের নয়,কানে আসে শুধু মানুষের আর্তনাদ:
আজ বসন্তের ফুল দিয়ে সাজেনি মৃত-শয‍্যা ।
রাস্তার উপরে পড়ে মৃতদেহ,
যেন সৎকার করার কেউ নেই ।
আজ ভীত-সন্ত্রস্ত গোটা পৃথিবী ।

উন্নত নগর সভ‍্যতার বুকে
হাতুড়ি পিটছে মহামারি ।
ব‍্যস্তময় পৃথিবী আজ চার দেওয়ালে বন্দি ।
পথ-ঘাট জনশূণ‍্য,এ যেন এক জনহীন মরুদ‍্যান ।
মনে হয় শতাব্দীর পর শতাব্দী ধরে
পীড়িত পৃথিবী
স্বার্থপর মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে ।

               **********