সুনাম চাই ,সুনাম:
দেশের একশো বিশ কোটি
অপদার্থ আহাম্মকের করতালি শুনতে চাই।
টাকা চাই, টাকা:
আমার চাই টাকার শয়নশয‍্যা।
তার জন‍্যে ক‍্যামেরার সামনে
নির্লজ্জের মতো বিবস্ত্র হতেও
দ্বিধা বোধ করি না।
প্রতিষ্ঠিত জনপ্রিয় শিল্পী হতে চাই
– ‛উলঙ্গ শিল্পী’।
এটিই তথাকথিত সভ‍্য সমাজের
সভ‍্য মানুষের নিদর্শন।
যা মানব জাতিকে প্রস্তর যুগের
হোমো স‍্যাপিয়েন্সে পরিণত করে।
সেলিব্রিটি না হলে তো আর ফান চ‍্যানেলে
বত্রিশটা দাঁত বের করে গিজড়িতে পারবো না।

সুসময়ে সৃজনশীলতার টুঁটি চিপে ধরি
আর বন‍্যা,ক্ষরা,মহামারীতে বড় বড়
দানবীর সেজে নাটক করি।
কিন্তু নিজের কবচ-কুন্ডল দান করি না।
ভূলেও ভাবি না আমার কাজকর্ম শত শত
দুর্যোগ,মহামারীর চেয়েও ভয়ংকর।
                  *********