শহরটা বেশ বড়ো
পাকা রাস্তা, মাটির কোথাও চিহ্ন নেই ।
এখানে চোখের জল ভূপতিত
হওয়ার আগেই উবে যায় ।
এখানে কীভাবে খোঁজে পাবো তোমায় ?

শহরটা বেশ বড়ো
বড় বড় অট্টালিকা;সূর্যের আলো
জানলা-দরজার ফাঁক-ফোকর দিয়েও
প্রবেশের অনুমতি পায় না ।
এখানে কীভাবে খোঁজে পাবো তোমায় ?

শহরটা বেশ বড়ো
মাথার উপরের নীল জ‍্যামিতি-বক্সের
স্কেল দিয়ে মাপা যায় ।
হৃদয়ের মাটি সিমেন্ট করেছে কংক্রিট ।
এখানে কীভাবে খোঁজে পাবো তোমায় ?

শহরটা বেশ বড়ো
সবুজ বলতে আছে শুধু কৃষ্ণচূড়া
তবু বসন্তে কোকিল বসেছিল ডাকতে ।
দুর্গন্ধে লুটিয়ে পড়লো রাস্তায়
পিসে দিয়ে গেল সৌখিন গাড়ী...গাড়ীর পর গাড়ী ।

খবর পেয়েছি এই বড়ো শহরেই
তুমি বেশ উঁচু পদে আসীন ।
মাপতে এসেছিলাম সেই উঁচুর উচ্চতা ।
বৃথাই গেলো কয়েকদিন,এখন নিশ্চিত
–এখানে খোঁজে পাবো না তোমায় ।
    
            *******