রাত্রি বারোটা;
আলোহীন নক্ষত্রের দেশ
শিয়রে বসে থাকে চাঁদ নগ্ন দেহে
রঙিন রুমালে মুখ ঢাকে প্রজাপতি
বিস্বাদিত বাতাসে ভেসে আসে সুগন্ধ
সভ্য সমাজ ঘুমোয় আবর্জনার কোলে
রাতের খোলসে ঢাকা পড়ে যায় তার মুখ
ঢাকা পড়ে যায় গায়ের দুর্গন্ধ
দামী সুগন্ধী পারফিউমে
নরম বিছানা জেগে থাকে সকালের প্রতীক্ষায়
কিন্তু সকাল হয় না―
শুধু উদ্যমহীন আশারা ঘুরে বেড়ায় চারদিকে
********