রাস্তার মেয়ে প্রমীলা
স্তুপীকৃত আবর্জনার স্তুপে ঢাকা পড়ে
থাকা এক বিন্দু জীবন ।

বেশ‍্যার ঘরে জন্ম,পিতৃপরিচয় নেই:
তাই জন্ম হতে না হতেই ঐ নিস্পাপ প্রমীলাদের
গলায় সমাজ ঝুলিয়ে দেয় বেশ‍্যার পদক ।

দেশের নারী-পুরুষ তাকে ছি: থু:  করে
কেন না সে বারো টা পুরুষকে আনন্দ দেয় ।
কিন্তু সমাজ এটা ভাবে না
এই বারো টা পুরুষ আসলে কারা ?

রাস্তায় নাচ করে , নাচ করতে করতে
খুলে ফেলে গায়ের পাতলা কাপড় ।
সেই শরীরের লেহনীয় শিখার
উত্তাপ উপভোগ করে এই সমাজের পু্রুষ ।

বুঝে উঠতে পারি না , সিনেমার নায়িকার সাথে
কী প্রভেদ প্রমীলার ?
কী নেই তার ; আছে মাতাল পুরুষদের
পাগল করার মতো রুপ-যৌবন । আর কী চাই ?

এখন তো সিনেমায় অভিনয়ের বদলে নগ্নপ্রায় পোশাকে
দেখানো হয় নায়িকার বুকের স্তনের তীক্ষ্ণতা ।
পার্থক‍্য নেই কিছুই , তবুও তো দেশের মানুষ
প্রমীলার নাম জপ করেনা ।
কই সাংবাদিকের ভিড় দেখিনা তো
তার সামনে পিছনে ।
টিভির পর্দায়, খব‍রের কাগজে দেখিনা
তো তার মুখ ।

বুঝে উঠতে পারিনা ,সিনেমার নায়িকার
সাথে কী প্রভেদ প্রমীলার?
সিনেমার নায়িকা হবার পুরো যোগ‍্যতা
আছে প্রমীলার ।

                  ---------------