ঐ হাঁক পাড়ে রাস্তায় ফেরিওয়ালা―
আমার কাছে আছে নানান চাকরি
টাকা দাও আর পছন্দ মতো বেছে নাও
চাকরির ফেরিওয়ালা আজ রাজনীতির নেতারা ।

কাঙালের ঘরে ছিল নাই ধন
করলো সে রাজনীতিকে আপনজন ।
ঢাকলো গায়ের কালি । রাজনীতির পোশাখে
সমাজসেবী । আজ তার কত মান-সন্মান
জনগণের কাছে
সকাল হতে না হতেই পায় ফুল-চন্দন ।

ডাকাতের দল সব ,
বংশগত কাজ ছিল যার পরের ধন চুরি―
সে কি আর এত সহজে বদলাতে পারে ।
তাই ছলে-বলে-কৌশলে মূর্খ-দরিদ্র
জনগণের স্বাধীনতার অধিকার লুটে ।

কখনো বা ভিখারীর বেশে যায়
দুয়ারে দুয়ারে
ও মা ,ও মাসি আমাকে ভোট দিও
ও দাদা ,ও দিদি আমাকে ভূলো না যেন
আমি আপনাদের ও পাড়ার পিন্টু ।

এটো পাত চাটা কুকুরের দল সব
যেই চেটে ফুরিয়ে গেল
এ পাড়ার সব পাতা
ছুটে যায় অন‍্য পাড়ায়
যাতে অন‍্য কেউ আগলাতে না পারে ।

              --------------