কবি,তুমি অনেকদিন লুকিয়েছিলে রুপকের আড়ালে
আজ আর মানুষের সময় নেই
রুপকের আড়ালে প্রকৃত অর্থ খুঁজে বের করার ।
তোমার কবিতায় তো আবার রং নেই,রস নেই
পড়েই বা ক’জন ।
একদিন মানুষ উচ্চকন্ঠে বলেছিল,
“একটি তরবারি যা পারে না
একটি কলম তা পারে ।”
আজ আর সে দিন নেই ।
কবি,ভূল করেছো তুমি―
আর শুধু রুপক নয়
এবার প্রকাশ্যে আঘাত হানো ।