নিস্তব্ধ রাত্রির সাথে তাল মিলিয়ে
বেজে যায় হতাশার সাইরেন।

প্রিয়জন হারা মানুষের অশ্রু-জলে
পড়ে না জোৎস্নার আলো।

ভূলে গেছে চাষী
কবে দেখেছে বোরো ধানের
ক্ষেতে শেষ প্রজাপতি।
সন্ত্রস্ত মন ভাবে
শিরিষের ফুলেও আছে মহামারী।

মানুষ বুঝতে পারছে এখন
গৃহবন্দী জীবন্ত কফিনের কী দুর্দশা!
অট্টহাস‍্যে বক ঝরিয়ে যায় পালক
ভাঙা বালির এই জীর্ণ উপত‍্যকায়।
  
           *********

April-2020