তেইশ বছরের প্রতিটি রাত পেরিয়ে এসেছি
কিন্তু এ রাত সে রাত নয়
এ অন্ধকার সে রাতের অন্ধকার নয়।
পৃথিবীর বুক চিরে প্রবেশ করেছে হতাশা। ভয়।
যেন বিষের দংশনে জমাট বেঁধে গেছে রক্ত।
নিস্তেজ রক্তকণিকা।
এ রাত সন্ধ্যার পর ঘনিয়ে আসেনি
এসেছে চকিতে। দানবরুপে । প্রলয় সাজে ।
এ রাত ঘাসের ডগা থেকে ছিনিয়ে নেয় শিশির।
এ রাত ধূলোর কণায় কণায় ফেলে যায় ঔরস।
এ রাত দাবানলের মতো হিঃস্র বহ্নিশিখা
বিস্তৃত করে দেশ থেকে দেশান্তরে।
এ রাতে ঝিঁঝির শব্দ বাতাস ভেজায় না।
ঘুমন্ত কীট নিশ্চুপ ফুলের গন্ধ শোঁকে না।
এ রাতে পিপাসারা প্রেয়সীর বিরহে কাঁদে না।
এ রাত শুধুই রাত
কালো জলপ্রপাতের চারপাশে ঘুরে ফিরে জোনাকি।
আমরা সবাই আলোর প্রত্যাশী।
**********