দালানের ছাদের উপরে জন্ম নিয়েছে কচি কচি চারাগাছ,
প্রানের প্রথম জাগরনে আকাশ-বাতাস করে অভিনন্দন ।
নানান সুরে নানান রঙে বাতাস নৃত্য করে
তার কোমল শ‍্যামল পল্লব 'পরে ।
নভের নীলে পাখির দলে
হারায় আপনারে আপনা হতে ।
কত আশা-ভরসার রুপরেখা দেখে
এ মায়ার পৃথিবীর চোখে মুখে ।
আগামীর পর্দায় জীবন রঙে রামধনু এঁকে
খুশির তটে দেয় আপন খেয়ালে করতালি ।
দিনে দিনে বাড়ে তার সাধের তরুন কান্ড,
যতদিন যায় স্নেহের প্রাচীর যায় ক্রমশ ভেঙে,
পায়ের তলার অগভীর অনুর্বর মাটি হয়ে আসে শুষ্ক ।
অট্টহাস‍্যে গর্জে দিবাকর তারে করতে চায় গ্রাস
ম্লান মুখে মাগে সকলের কাছে এক বিন্দু পানি ।
কর্মব‍্যস্ত পৃথিবী দেয় না সাড়া তার আকুল নিবেদনে,
সেই দালানে পড়ে থাকে তার শুকনো মৃত দেহাবশেষ ।
                   ------------