কোন ঊষালোকে লিখলো কে এই
               হিংস্র রনের মরনখেলা ।
       গানের মাঝে সুর নেই, মুখে নেই মধু
        চলছে ধরায় সমাজের এই রঙ্গলীলা ।

    মানুষের মুখ আজ অশ্লীলতার কারিগর
    ভাঙছে গড়ছে কত নতুন নতুন শব্দলিপি ।
    অনেকে বলে , এই হলো আধুনিক সভ‍্যতা
    এর সাথে মানিয়ে নাও , করো না দাপাদাপি ।

একজন করে অন‍্যের সমালোচনা
নিজের দোষ পকেটে পুরে ।
ছড়াচ্ছে শহরে-গ্রামে কুৎসা গানের দাবানল
সেথা ছেলে-ছোকরা ,মেয়ে-পুরুষ গা ভাসিয়ে নৃত‍্য করে।

      যার ছিল না কানাকড়ি,
      পেটে পড়েনি কালি-কলম
      সে আজ চালায় দেশ
      ঘরে বাইরে টাকা-পয়সার ছড়াছড়ি ।

যে মেয়েটি হয়েছে ধর্ষিতা, পরিবার চায় সুবিচার
বিরোধীপক্ষ ভাবে, এই এসেছে গলি ঢুকে পড়ি ।
বিচারের জন‍্য পরিবার তার কেঁদে মরে
শাসকদল বলে, বিচার পরে হবে আগে কুর্সির হাল ধরি।

প্রতিবাদে গর্জে উঠে আমার কন্ঠ
কলমের মুখে অগ্নি ঝরে ।
বন্ধুরা বলে ,স্বাধীন দেশে করিসনে প্রতিবাদ
দেশদ্রোহী বলে দেবে ফাটকে ভরে ।

                ------------