তোমার অরণ্যের মাঝে কূপ খনন করে
তৃষ্ণা মেটানোর সাধ জাগতো না,
কৃত্রিম জ্যোৎস্নার আলোয় গা ভিজিয়ে নিজেকে
এলিয়ে দিতে না কোনো প্রানহীন গম্বুজের গায়ে
―যদি আমার মতো প্রেমিক পেতে !
কলমির মতো পচা জলে
ফুটতো না তোমার বুকে ফুল,
প্রেমহীন উদ্যানে ধোঁয়াশার আচ্ছাদনে
ঢাকা তাবুতে সুখ খুঁজে বেড়াতে না
―যদি আমার মতো প্রেমিক পেতে !
চাটুকারিতাপূর্ণ রুপ-রংহীন
ছন্দবদ্ধ কাব্যে বর্ণিত হতে না,
কক্ষচ্যুত গ্রহাণুপুঞ্জের মতো বারবার
কক্ষপথ পরিবর্তন করতে না
―যদি আমার মতো প্রেমিক পেতে !
ক্যামেরায় বন্দি হতো না তোমার
নীরস উৎফুল্ল যৌবন,
অর্ধনগ্ন শরীরে রুপের অহংকার
জাগতো না বাদলহীন আষাঢ়ের দিনে
―যদি আমার মতো প্রেমিক পেতে !
কঙ্কালের মালা পরে রেখে যেতে না
প্রেমিকের ঠোঁটে স্পর্শহীন চুম্বন তোমার,
রুক্ষ শুষ্ক চুলে পরতে না প্লাস্টিকের গোলাপ
উড়তো না সে চুল অপার্থিব বাতাসে
―যদি আমার মতো প্রেমিক পেতে !
কর্পূরের মতো উবে যেত না প্রতিশ্রুতি,
সৌখিন আদালত ভেঙে দিতে পারতো না
সাত আলোকবর্ষ সাথে পাড়ি দেবার নিছক অঙ্গীকার,
উদ্বাস্তু শরীর হন্যে হয়ে খুঁজে বেড়াতো স্নায়ুর স্পন্দন
―যদি আমার মতো প্রেমিক পেতে !
সত্যিই যদি আমার মতো প্রেমিক পেতে……
মুখ ফেটে ঝরে পড়তো তোমার দুর্গন্ধবিহীন শুভ্র হাসি
―হাসি―শুধু হাসি―
হাতে হাত ধরে শুরু হতো তোমার
নিঃশব্দ পদযাত্রা ।
*********