মোরা অন্ধকারে ভূমিষ্ট নবীন শিশু
মোরাই মুছিব ধরিত্রীর অশ্রু ।
বিদায় নিয়েছে কালকে সাঁজে কালরাত্রির বর্ষ
আজ ভোরেতে শপথ নিলাম রাখিব ধরে মোদের
আদর্শ ।
প্রভাতে উঠিবে রবি নিশীথে হাসিবে শশী
খিলখিল করে ।
সকল সর্পের দর্প নিমেষে করিব খর্ব
মোদের হুংকারে ।
গাহিব মোরা মানবের জয়গান
সদা দেব মোরা সকলে সন্মান
হৃদয় ডালা ভরি ।
স্বার্থগাথা সরাইয়া বহুদূরে
সুধাপাত্রে স্বর্গসুধা ভরে
রব নির্মাল্য ধরি ।
ভক্তদের লাগি জন্ম নিয়েছি প্রহ্লাদরুপে বধিতে দস্যু
মোদের ডাকে আসিবে বিষ্ণুভগবান নাশিতে
হীরন্যকশিপু ।
মোদের হাতে অষ্টবজ্র,মোরাই অষ্টবসু,
মোরাই অশুভনাশিনী,নবজাগরনের যীশু ।
-------------