এবার তুমি চুপ হয়ে যাও রাস্তাবন্ধ মন,
বোলো না কোন কথা আর
এবার চুপ হয়ে যাওয়ার আহত সময়।
সবাই জেনে গেছে বুকে পুঁতে রাখা শব্দ
আমিও জেনেছি তোমার কথার বাহার।
এবার না হয় মাঠের পরে মেঘের শুরু হোক
রাস্তা চিনে বাড়ি ফিরে আসুক অশ্রুপাত।
আষাঢ় দিনে শুধু মেঘের অপচয়, নিজেরও
জানালায় তুমি মেলেছো হিসেবের বর্ষাতি।
রঙের নাম কালো, ভাঙনে জন্মে ছিলো ভালো
এসেছো যখন জিরিয়ে নাও কথার পাশে রাত।
সবাই জেনে গেছে বুকে পুঁতে রাখা শব্দ
শব্দের ভেতর মরে যাওয়া স্বপ্নের মানে।
আমিও জেনেছি তোমার কথার বাহার, আসলে
সংলাপে ভুল, দিনও গুনছে তার মাশুল।
এবার তুমি চুপ হয়ে যাও নিঃসঙ্গ মন,
বোলো না কোন কথা আর এই ভালো
এবার চুপ হয়ে যাওয়ার সময়, চোখ।