শহর জুড়ে ছড়িয়ে দেবো লেখা চিঠি সব
তারপর আগুন জ্বালাবো হিম শীতে,
জানবো, তুমি থাকো কতটা দূরে
কথায় ঠোঁটের মিনারে আশ্রয় খুঁজে পেতে।
এখানে আমার যৌবন ক্ষয়ে গেছে কিছু
দাম নিয়েছে স্কুল কলেজের সবুত,
খোলা-চুল আজও সুখের মতোই দামি
ঘুম ভাঙা মন আসলে তোমারই অন্যরূপ।
তোমার কথা খুঁজে তোমাকেই বলি বারবার
মেকআপ নাও রাত আশমানী রঙ জোনাকি,
ঋতু ফুরোলে মনের বাক্স খালি কোনদিন
বিদায় নিয়েছে চিল বাতিল ট্রেনের টিকিট।
জানো না হয়তো তুমি, এখানেও প্রাচীন নদী
মিশেছে--চোখের কিনারে বয়ে আনা ক্ষত,
যদি চাও ছুঁয়ে দেখতে পারো আবার
কুয়াশা দিনে পুড়ে যাওয়া স্বপ্ন ইচ্ছেমতো।