এ ছায়াপথ তোমার বাড়ির দিকে--
বুকের ভেতর আর্দ্রতা বাড়ে রোজ,
ফেরার কথা মনে থাকে না কারও
না হয় শহরে এবছর নতুন বৃষ্টি হোক।
বৃষ্টি হলে গান হয়ে ওঠে সারা মুখ
পাঁজরে বিঁধতে থাকে অভ্যেসের ডাক--
চোখরাঙানি ছিলো রাতে রূপের সুহৃদ
যেতে চায় যদি সম্পর্ক, চলে যাক।
দুঃখরা সব পাপড়ি হয়ে ফোঁটে
সিঁদুরেমেঘে অলস বিকেলের শোক,
তুমি ছাড়াও আমাকে অনেকে চেনে
শহরে এবছর না হয় নতুন বৃষ্টি হোক।