রাত ভাবায় রাত চুপ থাকে বেশি, স্থির
তারা ফিসফিস কথা বলে জনশূন্য রাস্তায়
একা শহরে ককাব আকাশ নামে শীতে।
জ্ঞানী আকাশের হাড়হিম কৌতুক মুখস্থ
আরও ছোট করে দেয় এই প্রগতি বিস্তার--
একঘেয়ে সময় যেন বিরক্তির নিয়ত আবেশ।
প্রণয়হীন মানুষের কথা জেলির মতো
ছড়িয়ে পড়ে সংক্রমিত হয় স্থানিক বোধ
সাকার-নিরাকার তর্ক মরে বৈঠক-ডেরায়।
উদযাপন করতে শিখেছে দেখি যারা,
জীবনকে তারা আরও পানসে আরও
গতানুগতিক দিকে ছুটিয়েছে দীর্ঘকাল।
সময় এভাবে থাকলে তোমাকে মনে হয় সাশ্রয়
আমি গ্যালাক্সি ফুঁড়ে বেরিয়ে যাব শহরের
ভেতরেই যেমন আনন্দে মরে ধানফলুই বর্ষায়
ডাহুকছানা বেড়ায়ছুটে শাপলাপাতায় ভেসে।