৭)
বেলিফুল শুকিয়ে যায়, শুকিয়ে কাঠ চোখও
কত বৃষ্টি হয়, তোমার মন ভেজে না এতটুকু!

৮)
সাদা ফুলগুলো বরফের মতো--রাত স্তব্ধ,
পাঁজর ভেঙে চলে যাওয়া তুলনাহীন--মুখবন্ধ।

৯)
মাছের ঠোঁটে ডুবতে গিয়ে চুমু খাই জলে,
সামাজিক মুখ পুড়ে যায় অন্ধকার জ্বলে।

১০)
মুষলধারে বৃষ্টি অঝোর, ট্রেন ফিরে যায় দূরের শহরে,
তোমাকে দেখি, কাচের দেওয়াল বেয়ে কষ্ট ঝরে পড়ে।

১১)
তোমার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে পারি,
প্রিয় মানুষের প্রতি দুর্বলতা যেন প্রেম অজুহাত।

১২)
হৃদয়ের ভুলে কি যেন তোমার হাতে ফেলে আসি,
যা-কিছু ছুঁতে যাই বিরল, দুঃখ হয়ে দূরে সরে যায়।