মায়ের মতো আরও মৃত্যু দেখেছো সার্বিক অঢেল
কতোই না সুনিশ্চিত নিয়তির এই হারেম!
তারপরও হিসেব করো অতল--
কি অর্থ-সামর্থ্য আমার কি নেই।
সহবাসের জন্য যতদূর ভাবা যায় সে অভ্যন্তর যথেষ্ট নয়,
আরও বেশি গণিত দরকার--চাওয়া শৃঙ্খলায় ফিরে যেতে।
ভাবো, ভাবতে ভাবতে বিস্তার হোক ধ্বংসের
সন্ধ্যা নেমে আসুক মুখর পান্থশালায়
উজান-মাছের রতি সহজ হয়ে যাক রেতবীজ আরও
থিতিয়ে যাক রিপুর বেগ রূপের বিশুদ্ধ চৈতন্য
অন্ধকারের মতো নির্জন ব্যর্থতা
ছড়িয়ে পড়ুক সমুদ্র-কোল-যুগ-বিছানায়...