শিরশির ঝড়, ঘাসের মুখ মাখে ঘন কুয়াশার আতর,
শীত-বৃষ্টিতে রাস্তায় হাঁটি একা, মাঘ মাসের সফর।
এই মেঘ দেশ থেকে ছেড়েছে ট্রেন যাবে অচিনপুরে,
সঙ্গে নিও ছাতা হয়তো আবার বৃষ্টি নামতে পারে।
এখানে হুজুগে বৃষ্টি তুমুল গরমের মাসে, যদিও জানি
মনে না-পড়া নতুন কিছু নয়, হাওয়ায় বেশ পুরোনো।
মিথ্যে কথার শহরে ওপরে উঠছে সবাই, মনের ভুল
হয়তো, তবু দরকার ছিল খুব--তোমার কাছে যাওয়ার।