মানবী, সবকিছুর বিনিময়ে এই স্বর্গীয় একাকীত্ব
আষাঢ় মাসে জন্ম আমার, একটু বন্ধুত্ব আছে
তাই মেঘকে বলে রেখেছি--শেষ ঘুম এলে
অল্প হলেও বৃষ্টি হবে সেদিন হয়তো আমার জন্যে।
ভুল মনে তুমি আবার চোখ ভিজিয়ো না তখন--
প্রকাশ্যে বা গোপনে
অন্তর্যামী হাসবেন তবু আপন মনে, কিন্তু
লোক হাসবে জোর রাস্তায় বাজারে-দোকানে।