মুখের ভেতর অভিমুখInside The Mouth
শিক্ষা মানে বেকার নয়, বেকার মানে চাকরি নয়, চাকরি মানে জীবিকা নয়, জীবিকা মানে জীবন নয়, জীবন মানে যন্ত্রণা নয়, যন্ত্রণা মানে মৃত্যু নয়, মৃত্যু মানে শ্মশান নয়, শ্মশান মানে কালী নয়, কালি মানে কলম নয়, কলম মানে ক্ষমতা নয়, ক্ষমতা মানে বউ নয়, বউ মানে বিপদ নয়, বিপদ মানে রাষ্ট্র নয়, রাষ্ট্র মানে সম্পদ নয়, সম্পদ মানে ধনী নয়, ধনী মানে স্বর্গ নয়, স্বর্গ মানে দেবদূত নয়, দেবদূত মানে সুখ নয়, সুখ মানে সম্পর্ক নয়, সম্পর্ক মানে প্রেম নয়, প্রেম মানে আছেলা...
কবিতাটি ২৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৭/০১/২০২২, ০৫:৪১ মি: