জল-জলাশয় দেখি আয়নায় ভেসে ভেজা গাছে
সংসারে ধূসর আবেশ নামে টানা মিনমিন স্বর
স্যাঁতস্যেঁতে দামি তুচ্ছ সবকিছু মতো উদ্ভিদ
রাস্তারা সমুহ মোরাম ধোয়া নদী-খাল
যেন শুয়ে আছে রূপভূমির সমতল চাদরে
অন্ধকারকে মনে হয় অভেদ্য দূর জামানত
কিন্তু দূর বেশি নয় সংলগ্ন তুমি জানো
অকুস্থলে মানপাতা ডুবুডুবু ভুল অনুর্বর-মূক
বিবাদের পর থাকে উল্লাস পড়ে আর অবশেষ
ফিরবার নেশায় আনাড়ি লগ্ন-নাবিক
অ-খেয়ালে ছুঁয়ে থাকে আবার সেই গন্তব্য,
হাওয়ায় শোনা যায় বৃষ্টির মতো কেউ নেই
মেয়েদের গন্ধে সর্বাঙ্গে ব্যাঙাচি অসুখ
কাছের মনে হয় হয়ত স্বপ্নই শুধু ক্রান্তীয় শোক
চালধোয়া জলে হাত-আদর মেশে সাতরকম
মরনের প্রেম মাথায় আষাঢ়ের জলীয় সমাবেশ।