"Do it or don't do it--you will regret both"
এমনকরে দেখতে হতো মনে হতো জৈবিক
দুঃস্বপ্ন ছিল যতো বন তার-চে বেশি মৌখিক
একনিমিষে কাব্যসাঁতার পেরিয়ে যাচ্ছে দূর
ভুল নয় হয়ত ভুল মনের পিছনে মৃত ময়ূর
চাই ক্ষমতার আসরে মাতবে কাঙ্ক্ষিত স্বপ্ন
অপচয়ে কিছুকাল অনর্থের ঘুম হয়নি যেন
কখনও ছিল শব্দপ্রেম সবখানে নিঃশ্বাস ভরা
কামধেনুগন্ধ--জীবন মৃত্যুপর্যন্ত গণধৈর্য ধরা
সময় তোমাকে দেখছে অহরহ ঘড়ি তার চোখ
সবাইকে যেতে হয় শূন্যপুর মাথায় চেপে রোখ