ধারাবাহিক বৃষ্টিপাত--হয়তো তোমার মনে জল-অসুখ জমে ছিলো,
গড়পড়তা মরনে এভাবে ফাগুন আর না আসাই ভালো।

মেঘ মুখে করে চলে যায় হাওয়া--কে ডেকেছে তাকে কে জানে,
রাস্তায় এখন ভালোবাসার অবরোধ, কে আর বুঝেছে কথার সব মানে।

রাত বাড়ে ঝড়ের, স্বপ্ন পুড়িয়ে দেয় মোমবাতি ঘর-আবছায়া কোণে,
বেলিফুল চুলে বেঁধেছিলো সুখ, চিঠি আজও রাত জাগে ফোনে।

আমার জন‍্যে না হোক, তবু এসো বৃষ্টি তুমি ঝমঝমিয়ে এসো,
তোমায় ছুঁতে অন‍্যকোথাও শহরে কেউ জানলা খুলে ছিলো।

অকাল বৃষ্টি হায়--তোমার চোখ আহত জলের দামে কালো,
গড়পড়তা জীবনে এভাবে আর ফাগুন না আসাই ভালো।