শুয়ে আছো এখনো, সিসিফাস?
ঘুমিয়ে থেকো না আর
চলো পাথর তুলতে আবার
ভুলে ঘুমিয়ে থেকো না আর
বেলা পড়ে আসে হায়
নদীর বুকে রোদ ডুবে যায়--
ঢালের বিপরীতে মৃত-ঢাল
বেড়ে গেছে আরও সুদূর
এখনো শুয়ে আছো?
সিসিফাস, ঘুমিয়ে থেকো না আর
শ্রমের দাম কম চিরকাল তবু
চলো পাথর তুলতে হবে আবার
মানুষের সামনে ব্যর্থ-মৌনতা
তুমি ঘুমিয়ে থেকো না আর