পাথরে জমছে উত্তরা-শোক অববাহিকার
সবাইকে ডাকেনা মেঘ এমন মোলায়েম হাওয়ায়
জানালার পাশে শুয়ে আছো নরম--
বিদ্যুৎ মুখে আবছায়া সন্ধ্যা ঘনায় আরও
শ্রান্ত করুণ হাত থমথমে আষাঢ়ে বিষণ্ণতায়
যদি বলো এমনদিনে তোমার কথাই ভালো
অববাহিকার অবতল বুকে জমছে চোখের হিসেব
সাঁতার তেমন দেশে--মন ফেরে না আর
জানি মহাকাশের গন্ধ তোমার গায়ের মতো
কথারকথা কিভাবে যেন ছুঁয়ে থাকে গাঢ়
যদিও তোমার নেই মনে কোন লোডশেডিং রাত
এমন মোলায়েম হাওয়ায় ভেসে যায় কুমারী মেঘ
মুখে ছড়িয়ে পড়ে অসুখ ঘরের সবখানে
সব ভুল হয় অসাড়... ...কথার প্রবাহ থামে
গাছে গাছে ঘুম থেকে জেগে ওঠে আলো
মুঠোয় ধরা স্বপ্ন খসে পড়ে পুরাতন জলীয় ভুলে
যদি না বলো এমনদিনে তবু তোমার কথাই ভালো