তোমায় অনেক বলার ছিল
জমানো মনের কথা
না শুনেই তুমি দূরে চলে গেলে
দিয়ে বুকে ব্যথা।

তোমায় দিয়েছি আপন করে
যা কিছু ছিল দামি
মরণের পরেও বাসতে ভালো
বুঝতে যদি তুমি
আমার পৃথিবী তোমায় ঘিরে
নীরবে কাঁদে একা।

অন্তরে জাগে তোমার স্বপন
রাঙায় আমার মন
ভোরের শিউলি ফুলের মতন
ঝরে পড়ে সারাক্ষণ
চোখের পাতায় ভীড় জমে তার
দিন যায় শুধু বৃথা।


গীতিকাব্য
ধৃতি রাজ