এই ধরা মাঝে বিচিত্র সাজে
মজিয়ে রাখি মতি
জীবন ভানে মানে খুঁজি মানে
নিকায় তাহার রতি,
কত শত জন পরম আপন
কখনো দিলে পীড়া
দুলুনি মনে চাই ফিরে চাই
ব্যহতির দেই নাড়া,
তুমি দিলে ব্যথা হৃদয়ে গাঁথা
রহে না দীর্ঘ সময়
মোহময় পণে কথা আর কথা
আপন করিয়া লয়,
মন দুলে যায় ক্ষণিক ছোঁয়ায়
অপেক্ষা রয় পাশে
প্রেমের টানে যায় বেলা যায়
তোমার স্বপন বশে।


ধৃতি রাজ