.............এক..............
আমায় বিদায় দেবে বলে,
ফিরে এলেম তোমার কোলে,
না ডাকলেও তোমার দোরে,
আসবো আমি জীবন ভরে ।।
দুই
যেমন বাঁধন তেমনি রবে,
শুধু থাকবি না তুই কাছে,
মিছেই কাঁদিস বিদায়বেলা
বিরহ ব্যথার জলে ভিজে?।।
তিন
বিদায় বেলা জানবে কি আর
করুণ মনের কথা,
অশ্রু দিয়ে সাজিয়ে দিলেম
নীরব হৃদয় ব্যথা ।।
চার
একা আসা একা যাওয়া,
সাথী ভুলে ব্যথা পাওয়া, জীবন চরণ,
আশা ছেড়ে চাওয়া রেখে
বীথি মূলে মায়া জেগে, কাঁদায় ভুবন।।
পাঁচ
তোমার শুভ সকাল, আমি এলেম
তোমার শুভ দুপুর, আমি এলেম
তোমার বসন্তের শুভ সন্ধ্যায় আজি সমাগমে
রেখে গেলাম তুফান তোলা, অশ্রু ভরা শ্রাবণ।।
DHRITI RAJ