সেদিন শরতে শিহরণ দোলে ইমন রাগে-
নবীন বসন্তে সুরে বেসুরে হৃদয় কাননে,
ছড়িয়ে পড়ে রূপের বাহার বাহির আঙিনায়;
জড়িয়ে আছে রামধনু গায় দিগন্তের নীলিমায়।
তোমার মিষ্টি হাসির চোখে অমরপ্রেম আঁকা,
চলার ঢঙে উত্থলে ওঠে প্রেমের দোলনচাঁপা!
ভোরের শিশির, সিক্ত ছোঁয়ায় উষসী বদন;
প্রেমের নিবিড় উষ্ণ হৃদয় পূর্ণিমা কিরণ।
লম্বা চুলে ভ্রমর কালো রেশমি বেণীগাঁথা,
রম্ভা রঙে অঙ্গছটায় আঁধার আলোয় ভরা,
সবুর শেষে, রোজ বিকেলে পড়িলে নজর-
নূপুর পায়ে শ্রুতি মধুর আকম্পনে প্রেমজ্বর,
কপোল রাঙা গোলাপ আভায় অনুরক্তি জাগে;
যুগল ওষ্ঠে ঢেউ খেলে যায়, উজান তরঙ্গে;
কিসের তালে কোমর দোলে, কিসে কানের দুল?
তোমার কন্ঠে রাগিণীতে, হারায় মনের মূল।।





১) উষসী> অতি সুন্দরী, ২) রম্ভা> কলা
৩)অনুরক্তি > আসক্তি
DHRITI RAJ