যতই লিখি হৃদ্দি কথা হয়তো ভালো লাগবে না
তাই বলে কি পাশ কাটিয়ে করবে শুধুই ছলনা?
চেয়েই দেখ মুখটা তুলে কেবলই আছে প্রকৃতি
মিথ্যের জাল নেই এখানে নেই অন্ধের একরত্তি
হাত বাড়ালেই পাবে পরশ, কান পাতলেই শব্দ
দূর থেকে পাবে গন্ধ নাকে সাবধানে স্বাদ সূত্র
মহাবিশ্ব প্রকৃতি বাস্তব আমরা তাহারই অংশ
পরম্পরা পাশ কাটিয়ে পেয়েছ কি ভিন্ বংশ?
ঘুরাঘুরি করো এই বিশ্বে চোখ বুজে ভাবো দূর!
জীবিত মৃত রয়ে যাও হেথা চারিপাশ যথা পুর!
ভাবনার পরে ভাবনা খেলে যা কিছু ভাবো তাই
সবার উপরে মাথা মহাক্রিয়া তাহার উপরে নাই!
ধৃতি রাজ