মিছে আমায় ডাকিস পিছে চলতে
ভুল গুলি দুলে ওঠে যত ভুল পথে
বাঁকা মোড় ভোলায় নিশানের রাস্তা
ভুলের ভরাটে ধ্রুব জীবনটা সস্তা।
আলোর ভুবনে তারা ডাকে মন্দা
রিক্ত আঁধার টানে সকাল সন্ধ্যা
স্বপ্নের বুনট ভ্রান্ত পথের পথিক
জালের চক্রে ন্যায় হইয়াছে ধিক্।
অঝোর ধারায় ডুবে দেখি অফলা
অলীকে ভরা ডুবি থাকি নির্জলা
ছেড়ে দে আমায় চাহি দূরপানে
দিগন্ত মেলায় যেথা ঐ আনমনে।
ধৃতি রাজ