প্রেম আবেশে আজ আমার হৃদয় চূড়া
পূর্ণ তোকে কাছে পেয়ে মধুক্ষণে ভরা,
তুই আমার জীবন, তুই আমার মরণ,
তুই সকালের সূর্য, আমার মনের কিরণ,
তোর চোখে প্রণয় দেখি অনুরাগে ঘেরা।
তোর হাসির চাওয়ায় ক্লান্তি জুড়ায়,
মিষ্টি কথা ঠোঁটের ভাঁজে স্বপ্ন জাগায়,
আঁধার রাতে রঙিন আলো ছড়ায় ধূম
নরম হাতের ছোঁয়া পেয়ে হারাই ঘুম,
ঘুম চুরি করে রোজই পড়িস তুই ধরা।
আমার ঘরে তুই পৃথিবী ভালোবাসার
প্রেমের জ্বরে মনে কাঁপন হয় বারেবার,
সাধ মেটে না তোকে দেখে দুচোখ ভরে
এতো আপন তুই আমার বোঝাই কি করে,
প্রতিক্ষণ মন বোঝে না তোকে ছাড়া।
গীতিকাব্য
ধৃতি রাজ