তোমার গাঁয়ের পথ বাঁকা ঐ শ্যামল খেতের পার
ধানের শিষের সোনালী রঙ দোলায় দোদুল ভার
ফসল ঘ্রাণে মন ডুবে যায় চোখের তারায় জাগে
গাঁয়ের মায়ের কান্না হাসির হাজার ছবির ভাগে
বাবলা শিমুল সাজানো মাঠ তাল খেজূরে পথ
বাঁশের বাগান ঘিরেই ওপাশ এপাশ পাকুর জট
দোলন সাজের মাঠ গাঁও তাই কর্ষে ভরা মতি
শিশুর দলে খুশির জোয়ার নিত্য দিনের সাথী
দোয়েল ফিঙের সুর তালে রয় চড়ুই ঘুঘু হেথা
তেমন বাকুম বাকুম কুক্কুর কু সাঁঝের হুক্কাহুয়া
রকম সকম দেয় শত ডাক মধুর কখনো বেঁধা
সরস নীরস চিকন কন্ঠে মেলায় যতেক কেবা
দখিন পথের পূব ধারে রয় সবুজ খেলার মাঠ
সকাল বিকেল দুপুর মিশেল নিত্য বলের পাঠ
তোমার গাঁয়ের বর বধূ মন সবুজ স্বপন আঁকে
গাঁয়ের বাঁধন পরম আপন জনম মরণ ফাঁকে
দিনের শেষের রঙ গোধূলি তোমার লগন টানে
রচে আমার হৃদয় নেশা মেশায় তোমার প্রাণে।



ধৃতি রাজ