রিন্টু :- হা হা হা হা হা হা হা
          জানিস অনু আমার মনে কেন এতো হর্ষ?
          শুনেছি আজ দাদুর মুখে
          আবিস্কারে বিশ্ব মাঝে;
          সেরার সেরা হৃদয় হরা আমার ভারতবর্ষ!


অনু  :- তাই নাকি রে ? আমি কখনো শুনিনি এমন।
           পড়িনি কোন ক্লাসে!
           বল না একটু খুলে;
           প্রাণটা জুড়াই ধন্যি কানে মরমে বুঝি কেমন!

রিন্টু :- আমার দেশ কেবল প্রথম অদ্বিতীয় দেশ,
           অন্যদেশ পারেনি যাহা
           অতুলন সে মানব রাহা;
           আবিষ্কারে মুক্তি যুক্তি সমাজ ভক্তি বেশ!
          
           প্রথম তিন রাত দলিত বধূ থাকবে বামুন সাথ,
           লিঙ্গ যোনি সভ্য পূজা
           স্তন ঢাকলে শুল্ক ধ্বজা;
           বগলে রাখে সূর্য হেথা, পোয়াতি ভোজে সাধ!
          
          সাধারণ জ্ঞান বাড়ায় হেথা মধুর সুররাজ,
          রাহু কেতু গ্রহের কবল
          গঙ্গা স্নানে পাপ মোচন
          মনুসংহিতা আবিষ্কার মানুষ মারার বাজ!


         ইন্দ্র নাকি মেঘ আড়ালে, বৃষ্টি কমায় বাড়ায়,
         মানব মাতা গরু পূজা
         চাল ডাল সোনাদানা
         ঠগবাজী শ্রাদ্ধে বামুন, লুঠে নিজের সেবায়!


         উন্নত প্রজন্ম সৃষ্টি চলে, সৎ দেবদাসী নিয়ম
         ভোগের নামে কৌশল তা
         জাতপাত গরুর চোনা
         পঞ্চস্বামী বস্ত্রহরণ, বীজমন্ত্রে হয় শুদ্ধি করণ!


         জন্মে পূজা মৃতের পূজা, পূজা মৃত্যু না হলে,
         যাগযজ্ঞ ঋষভ ক্রিয়া
         দশহাত দশমাথা, ভায়া
         কল্প ব্যবসা বিশ্ব সেরা যাসনে এ সব ভুলে!


         সদ্য ভাবন করোনা পূজা থালা বাটি কাঁসর,
         হাতের তালি মহা ঔষধ
         রোগে ব্যবহার বিষদ্ ,
         রক্ত শোষক বামুন ভাবন তেত্রিশ কোটি বহর।


অনু :- সত্যি রিন্টু বুঝিনি আগে বুঝিনি বাইশ বছর,
          পড়েছি পাঠ্য ইতিহাস
          নেই কোন দলিত ভাষ
          বর্ণবাদীর স্বার্থে মুড়ে গড়েছে হীন জোচ্চোর।


          ধর্মে বাঁধা জাঁতাকলে আবিষ্কারে ছাওয়া,
          মানছে সবাই অন্ধ মনে
          মূর্খ গোলাম ভদ্র জনে
          কৌশল সবই বর্ণবাদীর, দলিত চুষে খাওয়া।


রিন্টু ও অনু :-
           ভ্রমের শিক্ষায় সমাজ প্রীতি নীচ আবিষ্কার
           বুঝে গেছি দলিত যারা
           আমরা কেন সর্বহারা
           বর্ণবাদের করবো নিপাত করছি তিরস্কার!


ধৃতি রাজ