থুম সত্যে হানলে আঘাত মানুষ স্বভাবে ভাই
প্রতিক্রিয়ায় মিথ্যে বলে ঢাকতে প্রকৃত চাঁই,
নর্কিড নর সব ধর্মের মাথায় বসিয়া ঝাঁঝে
বিদ্বেষ আর হিংসা বিভেদ ছড়ায় সভ্য মাঝে,
অধিক ধর্ম তাদের গড়া ভোগ্য সুযোগ বাহার
ধর্ম তাদের রম্য পেশা, অর্থ যশের পাহাড়!
বস্তু শিক্ষা অভাব রেখে ভাবনা রাখে নিচে
অন্ধে শেখায় বন্ধ্যা প্রশ্ন নর নেই কেন চাঁদে!
ধর্ম টানে পিছন পানে খুলতে জ্ঞানের ধার
সভ্য হয়েও অজানা আজও সৌর পরিবার,
অজুত কোটি ঐ পরিবার জানবে তবে কবে?
থমকে আজ জ্ঞানের চাষ ধরম জাঁতাকলে;
ধরম পাঁকে ঘুরলে মানুষ লক্ষ যুগ যুগান্তর
উলঙ্গ নর হবেই হবে জ্ঞান বিহনে অবান্তর,
সুস্থ সবল সভ্যতা চাই? নর্কিড শুধরাও কালে
ধর্ম বিভেদ ভুলাও হৃদে জ্ঞানের আলো জ্বেলে।


থুম > কঠিন
ধৃতি রাজ