আমার বুকটা আজ ছিন্ন বিচ্ছিন্ন
পারিনি আমার প্রিয় অহিংস আত্মজকে
আমার করে রাখতে;
বুকে বয়ে চলা সন্তানের রক্তে বন্যা স্রোত
অম্লান ঘাত চিহ্ন যাতনা
নির্বাক নিষ্পলক সয়ে চলি।
কতো শত ঘোর অজানা অন্ধকার
আসে নির্মম অসভ্য আচার বিচার
আমি নিরুপায় ভুমি;
দখলে আমা হতে তোমা ছিনিয়ে নিয়েছে প্রাণ
তাদেরও আহার আমার রসসিক্ত
আমারই অনু-পরমানুর গড়া।
সহস্র চৌহদ্দিতে মোড়ে দারক জীবন
আমার বুকের অধি আধারে দূষণ
তবুও গরবে জাগি;
এক টুকরো বুকে আমার আত্মজ আজ স্বাধীন
বিশ্ব দরজায় উন্নত শির
ঠিকরায় আমার বাংলা বীর।
ধৃতি রাজ