লিখছে বসে মোবাইল ট্যাবে
শেয়াল হুক্কা-হুয়া
দৌড়ে আসে কুকুর সেথায়
হাপিয়ে বলে ভায়া,
আসিনি আমি করতে তাড়া
ভয় পেয়োনা আর
একবার লেখ আমার কথা
ঘেউ ঘেউ ফলোয়ার!
প্রাণের ভয়ে শেয়াল ছোটে
ট্যাবখানা নিয়ে গলে,
সন্দেহ তার ঘেউয়ের ডাকে
ফলোয়ার হীন কুলে,
ভাবছে কুকুর রাস্তায় বসে
শেয়ালের নেই তাঁবু
নেহাৎ তার ফলোয়ার হতে
চাইবোনা আর কভু!
ধৃতি রাজ