এ জীবনে পেয়েছি যে তোর ভালোবাসা
স্বপ্ন জড়ানো মনে; জাগে আলোর আশা।

আকাশের নীল রঙে বাতাসের কানে
কত কথা বলে যাই ভাবনার টানে,
তোর পথে চলি তবু পাইনা যে দিশা!
স্বপ্ন জড়ানো মনে; জাগে আলোর আশা।

সবুজের হাত ধরে শ্রাবণের দিনে
খুঁজি দূর সীমানায় জীবনের মানে,
তোর সাথে চলি তবু হারাই যে ভাষা!
স্বপ্ন জড়ানো মনে; জাগে আলোর আশা।।


গীতিকাব্য
ধৃতি রাজ