তোমার বাহুডোরে দোলে মন সুখে ভাসে
চিরকাল যাবো আমি তোমায় ভালোবেসে।।
ভাসাও যদি সাগর পাড় মধু প্রেমে
বহুদূর যাবো ভেসে তোমার টানে
যেখানে তীর ঘেরা নির্জনে বাঁধা ঘর
চাঁদের আলোয় খেলে যায় আদর
এলো চুলে রেখো রেখো আবেশে
চিরকাল যাবো আমি তোমায় ভালোবেসে।।
মাতাল হয়ে ফিরবে প্রাণে প্রেমের বাতাস
তোমার চোখে হারায় এ মন মন হয়ে উদাস
সেখানে গভীর প্রেমে নীরবে যাবো মিলে
স্বপ্ন জোয়ার আসবে ঢেউয়ের তালে
এক মুঠো দিও দিও পরশে
চিরকাল যাবো আমি তোমায় ভালোবেসে।।
সঙ্গীত
DHRITI RAJ