লোকে যারে সরল বলে সোনার পৃথিবী গাঁয়
বসলে পদে কেনই বা সে সিঁধ কেটে ভাত খায়?
সিংহ রাজা হিংস্র গুণে হয় যদি তা খারাপ
মানুষ কেন নয় মানুষের কে দেবে সে জবাব?
পেট ভরলে লোভ থাকে না সুন্দর পশু জনম!
মানুষ লোভে রাজা ধনী ধারণা গল্পে অধম!
কৃত্রিম দেশ কৃত্রিম ঘেরা অসাম্য গুণ ভরা
জাত জালিয়াত ধর্ম ভেদী খচ্চর রচে নেশা।

মানবতা পিষে কবর দেয় ফুল বাহারী ধারা
ভ্রান্ত গল্পে মন ভাসিয়ে বেতালেরা হয় সেরা
বিরাট জটিল প্রশ্ন ভারে সন্ধানে কুঁড়ে মাথা
কেহ বানায় ঈশ্বর বোল কেহ ভগবান খোদা,
সরল মন দূষণ জড়ায়ে নিয়েছে দূষণ পথে
একলা জেগে কবি কাঁদে চাঁদনি আলো রাতে।


ধৃতি রাজ