আজ জেগে উঠেছে স্নেহকনা,
          পরম বেদনার পরবেলা।
সেদিন বুঝিনি এমনই স্নেহে,
          তোমরা বাঁধিবে হৃদয় ডোরে,
যথা সময়ে পরমাকাঙ্খিত সুরে,
          গেলেম আমি আবেগে ছুটে,
মিলিল না সাড়া, সুহৃদয়ের যারা,
          বারেক ফিরি চাহিল নয়ন তারা।

আজ জেগে উঠেছে স্নেহকনা
          পরম বেদনার পরবেলা।
স্বভাবে আলোর প্রভাবে ভালোর,
          জীবনে বুঝি নেই কোন ভোর
যারা এসেছিল তারাই রেখে গেল,
          স্বপ্ন কিছু এলোমেলো
তাই বুঝি আঁখি খুঁজিছে সাকি
           নিঃসঙ্গ অশ্রু রাখি।

আজ জেগে উঠেছে স্নেহকনা
           পরম বেদনার পরবেলা।।


DHRITI RAJ