কত নিবিড় চাহন ধীর আসতে মিষ্টি চোখে
তোমার খুশির সঙ্গী নিয়ে রোজ স্বপ্ন এঁকে;
দ্বিধা হীন যোগ্য ঠাটে চলতে আস্ত মনে
বলতে কিছু অনুক্ষণে মধুর কোমল সুরে;
ধীরেই বড় মনের গড়ন আখুটি যখন তখন
ক্ষণেই গেল বদলে তোমার প্রশান্তি মন চলন।
জানলা চাওয়া মাত হাওয়া কোন্ মোহন স্বনে?
কোন্ সে টানে মন গহনে উদাসী তুমি হলে?
জিজ্ঞাসিলে হেঁসেই বলো বলছি আমি পরে
বছর পরেও পর আসেনা এড়িয়ে যাও চলে।
প্রেমর বাঁধন বাঁধলে যখন নিষ্পাপ হৃদ বাঁধনে
বহু আশায় বুকের ভাষায় বলেছিলে তা রোদনে;
পড়ার ফাঁকে বুনলে তুমি রক্ত গোলাপ সোয়েটার
আমায় দিলে ভালো বেসে গভীর ব্যথার উপহার;
নক্সা আঁকা গিঁটের ব্যথা উলের সুতোয় শিরায়
মন হারিয়ে মনের সাজে অঙ্গনা সহন সেথায়।।
ত্রিপত্র কাব্য (Trefoil)
DHRITI RAJ
এইটা আমার নিজের নূতন সৃষ্টি কাব্য রূপ (ত্রিপত্র কাব্য)।
প্রথম স্তবক (ছয়টি লাইন) মূল বিষয়ের বিশ্লেষণ ও ঘটনা সুত্রপাত
পরের স্তবক (চার লাইন) বিষয় সম্পর্কিত বা তার ভাবগত প্রশ্ন ও ধারণা
এবং শেষ স্তবক (ছয় লাইন) ঘটনার কার্য কারণের ফল সহ পূর্বের দুই স্তবকের ভাবধারায় পূর্ণতা।
একই রকম ছিল "নিন্দিত" কাব্যের কাব্য রূপ।