শুভ বিকেলের শুভক্ষণে,
নিশ্চয় আছেন সবাই কুশলে।
দম্ ফাটানো হাসি কান্নায়,
ছন্দে কাব্যে স্বমহিমায়,
প্রকাশ হবে অল্প দিনে,
লিখছি যে তাই পুরোদমে।
পাঠক পাঠিকা কবিবর,
নামটি বলি দুদিন পর।
ভালো থাকুন,
সুস্থ থাকুন নিরন্তর।।


DHRITI RAJ