স্বাগতম আসরে প্রিয় কবিবর
আছেন সবাই নিশ্চয় কুশল
কাব্যের কথা বলবো কি ভাই
হার্দিক শুভেচ্ছা জানবেন সবাই
দিয়েছি যাদের এই মাসে কথা
চলছে এখনও সে কাব্য লেখা
প্রকাশ হবে খুবই অল্প দিনে
এমাসে নয় হবে তা পরের মাসে
করিও ক্ষমা যাদের দিয়েছি কথা
লিখতে পারিনি কারণ অসুস্থতা
লড়াই কান্না প্রকৃতির আছে মিল
কাব্য সে যে "মধ্যি পাড়ার বিল"।



DHRITI RAJ